গাজীপুরের শ্রীপুরে ঢাকা বন বিভাগের ভ্রাম্যমান আদালতের অভিযান। 305 0
খবরের সময় ডেস্ক
আলমগীর কবীর,
গতকাল বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত
অভিযান কালে ৪ টি করাত কল কারখানাকে
করাত কল ৪ টি যথাক্রমে
১/ মেসার্স শ্রীপুর 'স' মিল
বৈরাগীর চালা, শ্রীপুর গাজীপুর।
মালিক রিয়াজ উূ্দিন আহম্মেদ।
২/ মেসার্স মেসবাহ ' স' মিল
শ্রীপুর গাজীপুর
মালিক, মেসবাহ উদ্দিন
৩/ আলমগীর ' স' মিল , বরমী, শ্রীপুর গাজীপুর
মালিক মোঃ শাহ আলমগীর
এবং ৪/ সততা ' স' মিল
ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর
এসব লাইসেন্সবিহীন করাত কলের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সদর বিট অফিসার জনাব সজীব কুমার মজুমদার বলেন
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন
মোঃসামছুল আরেফিন , এসিল্যান্ড (ভূমি) শ্রীপুর গাজীপুর
আনিছুল হক, রেঞ্জ কর্মকর্তা, শ্রীপুর, গাজীপুর ঢাকা বন বিভাগ।
ও সজীব কুমার মজুমদার , সদর বিট কর্মকর্তা, শ্রীপুর গাজীপুর, ঢাকা বন বিভাগ সহ শ্রীপুর থানা পুলিশ।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের সন্মানীত চেয়ারম্যান জনাব সামছুল আলম প্রধান।
শ্রীপুর পৌর এলাকায় ঢাকা বন বিভাগের ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়েছে।
২০১২ সালের করাত কল বিধিমালা অনুযায়ী অবৈধ ঘোষনা করা হয়েছে।
ঐ ৪ টি করাত কলকে অবৈধ ঘোষনা করে বন আইনে মামলা করা হবে।
দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করায় করাত কল
বিধিমালা ২০১২ ধারা মোতাবেক করাত কল গুলো অবৈধ হওয়ার কারন।
শেখ শামসুল আরেফিন - ইউ এন ও শ্রীপুর গাজীপুর,